Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।


এক নজরে তথ্য

            সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি

মাসের নাম ডিসেম্বর’২০২৪ইং

(এক নজরে তথ্যাবলী)

০১

সমিতি নিবন্ধিকরণের তারিখ ও নিবন্ধন নং

১৩/০৩/১৯৮২ইং, নিবন্ধন নং-১৫

০২

আনুষ্ঠানিক বিদ্যুতায়নের তারিখ

০৯/০২/১৯৮৪ইং

০৩

আয়তন

২২৪৪ বর্গ কিঃমিঃ

০৪

অন্তর্ভুক্ত উপজেলার সংখ্যা ও নাম

০৭টি-(তালা,সাতক্ষীরা,কলারোয়া ,কালিগঞ্জ,দেবহাটা, আশাশুনি ও শ্যামনগর)

০৫

অন্তর্ভুক্ত এলাকার জনসংখ্যা

২০,৭৯,৮৮৪ জন

০৬

অন্তর্ভুক্ত মোট ইউনিয়নের সংখ্যা/বিদ্যুতায়িত সংখ্যা

৭৮টি/৭৮টি

০৭

অন্তর্ভুক্ত মোট গ্রামের সংখ্যা/বিদ্যুতায়িত সংখ্যা                                          

১৫০৭টি/১৫০৭টি

০৮

৩৩/১১ কেভি উপকেন্দ্রের সংখ্যা ও ক্ষমতা

১২টি (২৫ এমভিএ-০১টি, ২০ এমভিএ- ০৪টি,  ১৫ এমভিএ-০২টি,২০ এমভিএ-০১টি, ১০ এমভিএ-০৪টি) মোট=১৯৫ এমভিএ

০৯

গ্রীড উপকেন্দ্রের নাম এবং সমিতির গ্রহণকৃত পিক লোড

সাতক্ষীরা, বেনাপোল [১৪২+৭=১৪৯.০০মেঃওঃ]

১০

কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

২৪/৬৬৬ ,  মোট=৬৯০ জন

১১

এলাকার সংখ্যা

০৭টি

১২

জোনাল অফিস

০৫টি

১৩

সাব-জোনাল অফিস

০৬ টি

১৪

অভিযোগ কেন্দ্র

১৪ টি

১৫

নির্মিত লাইনের পরিমান

১১১২৯.৬৯৫ কিঃমিঃ

১৬

বিদ্যুতায়িত লাইনের পরিমাণ

১১১২৯.৬৯৫ কিঃমিঃ                                  

১৭

বর্তমান অর্থ বৎসরে লাইন নির্মাণ (২০২৪-২০২৫)

৭৬.০০১ কিঃমিঃ

১৮

বিদ্যুতায়িত লাইনের সংযোগকৃত ট্রান্সফরমার সংখ্যা

২৪,৮১৬ টি

১৯

বিদ্যুতায়িত লাইনের মোট সুবিধা সৃষ্টি

৬,৩২,১৭২ টি

২০

সংযোগ প্রাপ্ত মোট গ্রাহকের সংখ্যা

৬,৩২,১৭২ টি

(ক) আবাসিক

৫,৫৮,৬২৪ টি

(খ) বাণিজ্যিক

৪৯,৮৭৮ টি

(গ)

মোট সেচ গ্রাহক সংখ্যা

৫,২০৭ টি

(১)

গভীর নলকুপ

৬১৩ টি

(২)

অগভীর নলকুপ

৪,৫৬১ টি


(৩)

এলএলপি

৩৩ টি

(ঘ)

শিল্প

৮,৯৫৭ টি

(ঙ)

সোলার সিষ্টেম

২৯ টি

(চ)

দাতব্য প্রতিষ্ঠান ও অন্যান্য

৯,৪৭৭ টি

২১

সংযোগের হার

১০০.০০

২২

বিদ্যুৎ ক্রয় কিঃওঃঘঃ

৩৩৩,৪৩৪,১৭৯

২৩

বিদ্যুৎ বিক্রয় কিঃওঃঘঃ

৯৫৫,৩২৯,২৮৪

২৪

বিদ্যুৎ ক্রয় টাকা

১,৮৪৭,৯৭৯,০৩৩.০০

২৫

বিদ্যুৎ বিক্রয় টাকা

২,২৩৩,৪৬,৯৪৭২.০০

২৬

সিষ্টেম লস %

১২.৯৩ %(চলতি বছরের লক্ষ্যমাত্রা ১১.৭৫)

২৭

বিদ্যুৎ বিল আদায় টাকা

২,২২৩,১৬৭,৮৬৬.০০

২৮

বিদ্যুৎ বিল আদায়ের হার %

৯৯.৫৪%

২৯

বকেয়া মাস

০.৮৯ (চলতি বছরের লক্ষ্যমাত্রা ১.০০)